Skip to main content

অনুলিপি বিভাগ

 

কোন মামলায় নকলের প্রয়োজন হলে বাদী, বিবাদী বা পক্ষগণের নিযুক্তীয় কৌশলীর মাধ্যমে নকল পাওয়ার জন্য দরখাস্ত করতে পারে।

 

দেওয়ানী মামলায়নকলের জন্য ফরম নং৩৭৪ পূরণ পুর্বক নকলের আবেদন করতে হবে।

 

 

ফৌজদারী মামলায়নকলের জন্য বাংলাদেশ ফরম নং৮৮ পূরণ পুর্বক নকলের আবেদন করতে হবে।

 

 

 

কোর্ট ফি- সাধারণ নকলের আবেদনের জন্য ৬ টাকা কোর্ট ফি প্রদান করতে হয়।

            জরুরী নকলের আবেদনের জন্য ১০ টাকা কোর্ট ফি প্রদান করতে হয়।

 

 

 

মহাফেজ খানায় সংরক্ষিত নথির  জন্য-

 

কোর্ট ফি- সাধারণ নকলের আবেদনের জন্য ১০টাকা কোর্ট ফি প্রদান করতে হয়।

            জরুরী নকলের আবেদনের জন্য১২ টাকা কোর্ট ফি প্রদান করতে হয়।