আইনজীবীর জন্য আচরণবিধি | Judiciary: Bangladesh Skip to main content

আইনজীবীর জন্য আচরণবিধি

 

আইনজীবীদের আচরনবিধির প্রধান প্রধান দিক সমূহ

 

১. একজন আইনজীবীর দায়িত্ব হলো তার আইন পেশা এবং একই সাথে উক্ত পেশার অর্ন্তগত একজন সদস্য হিসেবে তার নিজের মর্যাদা সমুন্নত রাখা;

২. কোনো আইনজীবী তার আইনপেশা প্রচার করবেন না;

৩. অসাধু উপায়ে কোনো আইনজীবী পেশাগত কাজ বা নিয়োগ পাওয়ার চেষ্টা করবেন না;

৪. কোনো আইনজীবীর অনুপস্হিতে বা তার সম্মতি ছাড়া তার মক্কেলের সাথে বিরোধপূর্ণ বিষয়ে আলোচনা করবেন না;

৫. কোনো আইনজীবী কেবলমাত্র এজলাসেই একজন বিচারকের সামনে বিরোধীয় বিষয়ে বক্তব্য রাখবেন এবং তৎপূর্বে অবশ্যই অপরাপর আইনজীবীকে কপি সরবরাহ করবেন;

৬. আইনজীবীগণ পেশাগত কাজের ক্ষেত্রে ব্যক্তিগত বিরোধের উর্দ্ধে থাকবেন;

৭.  জুনিয়র আইনজীবীরা অবশ্যই সিনিয়র আইনজীবীদের সম্মান করবেন এবং সিনিয়র আইনজীবীরাও জুনিয়র আইনজীবীদের সাহায্য করবেন;

৮. কোনো একজন মক্কেলের পক্ষে একাধিক আইনজীবী নিযুক্ত থাকলে  সিনিয়র আইনজীবীই মামলা পরিচালনা করবেন।  

তথ্যসূত্রঃhttp://www.barcouncil.gov.bd/disciplinary-jurisdiction/conduct-of-ethics-of-lawyers/