Skip to main content

নিরাপদ হেফাজত সংক্রান্ত সেবা

 

মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসন (সেফহোম)

শিশু আইন, ২০১৩ বা নারী ও শিশু নির্যাতন দমনআইন, ২০০০ বা অন্য কোন আইনের সংস্পর্শে আসা আদালতের পরবর্তী নির্দেশনারজন্য অপেক্ষমান অভিভাবকহীন/নিরাপত্তাহীন নারী, শিশু ও কিশোরীদের ন্যায়বিচারপ্রাপ্তির লক্ষ্যে নিরাপদ আবাসিক সুবিধাসহ ভরনপোষন, শিক্ষা বৃত্তিমূলকপ্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, বিনোদন ও পুনর্বাসন সহায়তা প্রদানের লক্ষ্যেদেশের ৬ বিভাগে ৬টি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। বিচারাধীন অবস্থায় মহিলা ওকিশোরীদেরকে জেলখানার পরিবেশ থেকে মুক্ত করে সুন্দর পরিবেশে থাকা খাওয়ারবন্দোবস্তসহ নিরাপদ অবস্থানের নিশ্চয়তা বিধান করাই হচ্ছে এ কার্যক্রমের মূললক্ষ্য।

সেবাদান কেন্দ্র

মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসন  (সেফহোম)

 ক্রম

ঠিকানা

 টেলিফোন

 মোবাইল

টেপাখোলা ফরিদপুর

+৮৮ ০৬৩১ ৬৪৪২০

+৮৮ ০১৭১১ ২৪৮০৮৫

বাগবাড়ী, সিলেট

+৮৮ ০৮২১ ৭১৩৫১২

+৮৮ ০১৭১৬ ১২৮৩৭০

সাগরদী, বরিশাল

+৮৮ ০৪৩১ ৭১১২৯

+৮৮ ০১৭১৫ ৬৩৫৮৬৬

বায়া, রাজশাহী

+৮৮ ০৭২১ ৮০০১৮৯

+৮৮ ০১৭১৮ ৬২০৩১০

ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম

+৮৮ ০৩১ ২৫৫০১১৭

+৮৮ ০১৮১৯ ৯৪১১০৬

বাগেরহাট সদর, বাগেরহাট

+৮৮ ০৪৬৮ ৬২৮৫৫

+৮৮ ০১৯১১ ১০০১৭৭

মহিলা ও শিশুকিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রের বিবরণী

 ক্রম

ঠিকানা

প্রতিষ্ঠাকাল

নিবাসীর ধরন

অনুমোদিত আসন

ফরিদপুর সদর, ফরিদপুর

১৯৯৯

মহিলা ও শিশু-কিশোরী

৫০

বাগবাড়ী, সিলেট

২০০২

মহিলা ও শিশু-কিশোরী

৫০

সাগরদী, বরিশাল

২০০২

মহিলা ও শিশু-কিশোরী

৫০

বায়া, রাজশাহী

২০০৩

মহিলা ও শিশু-কিশোরী

৫০

ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম

২০০৩

মহিলা ও শিশু-কিশোরী

৫০

বাগেরহাট সদর, বাগেরহাট

২০০৩

মহিলা ও শিশু-কিশোরী

৫০

 

 

 

মোট

৩০০

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা

উপ-তত্ত্বাবধায়ক, সেফ হোম

সেবা প্রদান পদ্ধতি

বিচারাধীন মহিলা ও নারী শিশু যাদেরকে আদালতহতে সেফ হোমে নিরাপদ হেফাজতে  রাখার নির্দেশ প্রদান করেন তাদের ভরণ পোষণসহসংশ্লিষ্ট কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়। সেফহোমে অবস্থানকালীন তাদেরকেসুরক্ষা, যত্ন-পরিচর্যা, ভরণ-পোষণ, শিক্ষা , চিকিৎসা, বৃত্তিমূলকপ্রশিক্ষণ, কাউন্সিলিংসহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা প্রদান করে মানসিক, পারিবারিক ও সামাজিক উন্নয়ন ঘটিয়ে মূল স্রোতধারায় পুন:একত্রিকরণ বাপুনর্বাসন করা হয়।

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

আদালতের নির্দেশ অনুসারে

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

বিনামূল্যে