Skip to main content

বিচারকের জন্য আচরণবিধি

 

বিচারিক নীতিমালা

 

ক্রমিক নং

                                                    নীতিমালা

 

১।

বিচারককে ভয় ভীতির উর্ধ্বে বিচারকার্য সম্পাদন করতে হবে।

 

বিচারক তার প্রতি অর্পিত দায়িত্ব পক্ষপাতহীন ভাবে এবং যথাযথভাবে সম্পাদন করতে হবে।

 

৩।

বিচারক অবশ্যই ন্যায়নিষ্ঠ হবে।

 

৪।

বিচারক অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে।

 

৫।

একজন বিচারককে দেশের আইনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে।

 

৬।

একজন বিচারক সর্বদা এমনভাবে কাজ করবে যাতে বিচারবিভাগের প্রতি জনগনের আস্থা বজায় থাকে।

 

৭।

বিচারক উন্নত চরিত্রের অধিকারী হবেন।

 

বিচারক তার পরিবার পরিজনদের তার আচরন কিংবা রায়ে প্রভাব ফেলা হতে বিরত রাখবে।

 

বিচারকরা এমন কোনো সংগঠনের সদস্য হবে না যা ধর্ম, বর্ণ, লিংগ ভেদাভেদের কারনে গঠিত হয়।

 

১০

একজন বিচারক অন্য কারও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য তার নিজের পরিচয় এবং ক্ষমতার অপব্যবহার করবেন না।

 

১১

বিচারককে আইনজীবি এবং বিচারপ্রার্থী জনগনের প্রতি ধ্যৈর্যশীল হবেন এবং সম্মানজনক আচরন প্রদর্শন করবে।

 

১২

একজন বিচারক তার পরিবার পরিজন ব্যতীত অন্য কারও নিকট হতে কোনো প্রকারের উপহার সামগ্রী গ্রহন করবে না।

 

১৩

একজন বিচারক এমন কোন মামলার বিচার করবে না যে মামলাতে সে পূর্বে কৌশলী হিসেবে নিযুক্ত ছিলো অথবা যে মামলার ঘটনা সে নিজে প্রত্যক্ষ করেছে।

 

১৪

বিচারক তার নিজের স্বার্থ সংশ্লিষ্ট মামলার বিচার নিজে করবে না।

 

১৫।

একজন আপীল আদালতের বিচারক তার নিজের প্রদত্ত রায়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলার আপীল শুনানী করবে না।