আদালত নোটিসে আপনার করণীয় | Judiciary: Bangladesh Skip to main content

আদালত নোটিসে আপনার করণীয়

 

আদালত নোটিশে আপনার করণীয়

 

উচ্চ আদালত

ক্রমিক নং

নোটিশ প্রাপ্তি

 

করণীয়

         ১।

মাননীয় আপীলবিভাগ কর্তৃক প্রদত্ত সমন প্রাপ্তিতে

 

মাননীয় আপীল বিভাগে নিযুক্তিয় আইনজীবির মাধ্যমে উপস্থিত হয়ে  লিখিতভাবে আপত্তি দাখিল করতে হবে।

 

        ২।

হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত নোটিশ প্রাপ্তিতে

 

হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট আদালতে নির্ধারিত তারিখের মধ্যে নিযুক্তিয় আইনজীবির মাধ্যমে প্রতিপক্ষ হিসেবে  উপস্থিত হয়ে নিজস্ব বর্ননা প্রদান করতে হবে।

 

 

অধঃস্তন আদালত

ক্রমিক নং

আদালত নোটিশের বর্ননা

 

করনীয়

   ১।

 

দেওয়ানী/ পারিবারিক আদালত কর্তৃক  প্রেরিত  সমন প্রাপ্তিতে

সমনে  উল্লেখিত  আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে হবে।

 

   ২।

 

দেওয়ানী / পারিবারিক আদালত কর্তৃক প্রেরিত অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ প্রাপ্তিতে

 

প্রতিপক্ষ হিসেবে আদালতে উপস্থিত হয়ে লিখিত আপত্তি দাখিল করতে হবে।

 

   ৩।

 

ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক প্রেরিত আসামীর সমন প্রাপ্তিতে

 

সমনে উল্লেখিত  আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করতে হবে।

   ৪।

ফৌজদারী আদালত কর্তৃক স্বাক্ষীর সমন প্রাপ্তিতে

 

সমনে উল্লেখিত নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করতে হবে।