আদালতে আচরণবিধি | Judiciary: Bangladesh Skip to main content

আদালতে আচরণবিধি

 

আদালতে আচরনবিধি

 

ক্রমিক নং

 

আচরনবিধি

১।

আদালত রাষ্ট্রীয় সম্পত্তি এবং উক্ত সম্পত্তি নষ্ট করা হতে বিরত থাকুন।

 

২।

আদালতে সকলের প্রতি সম্মানজনক আচরণ প্রদর্শন করুন। বিচারক, আদলতের সহায়ক কর্মচারী এবং আইনজীবিদের প্রতি  যথাযথ সম্মান প্রদর্শন করুন।

 

৩।

বিচারকের সাথে কথা বলার সময় তাকে  ‘মাননীয় আদালত’ হিসেবে সম্বোধন করুন।

 

৪।

আদালতে ময়লা ফেলবেন না।

 

৫।

আদালত চলাকালীন অন্য কারও সাথে গল্প গুজব করবেন না।

 

৬।

আদালতে খাবার ও পাণীয় সহ প্রবেশ করবেন না এবং আদালত চলাকালীন খাদ্য গ্রহন করবেন না।

 

৭।

আদালত চলাকালীন সময়ে চুইংগাম খাবেন না।

 

৮।

আদালতে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছদ পরিধান করে উপস্থিত হবেন।

 

৯।

সম্মানিত বিচারক , আইনজীবি এবং বিপক্ষ দল কথা বলার সময়ে হস্তক্ষেপ করবেন না।

 

১০।

আদালতে অস্ত্র সহ প্রবেশ করবেন না।

 

১১।

আদালতে জোরে কথা বলবেন না।

 

১২।

আদালতে মাথায় ক্যাপ পরে প্রবেশ করবেন না।

 

১৩।

আদালত চলাকালীন সময়ে মোবাইল ফোন বন্ধ রাখুন।