Skip to main content

ওয়ান স্টপ ক্রাইসিস সেল

 

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মাল্টি সেক্টরাল কর্মসূচীর আওতায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর এবং ফরিদপুর মেডিক্যাল কলেজে ৮ টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পরিচালিত হচ্ছে। কিন্তু এসব সেল সমুহ বিভাগীয় পর্যায়ে অবস্থিত হওয়ায় অধিক সংখ্যক নারী ও শিশু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সারাদেশে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে জেলা সদর হাসপাতালে ৪০ টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে ২০ টি সেল সহ মোট ৬০ টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সারা্দেশে প্রতিষ্ঠিত হয়েছে।

ওয়ান স্টপ ক্রাইসিস সেলের উদ্দেশ্য

ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মূল উদ্দেশ্য হলো বিভিন্নভাবে সহিংসতার শিকার নারী ও শিশুকে স্বাস্থ্যসেবা, পুলিশি সেবা, আইন সহায়তা, মানসিক সহায়তা, পুনর্বাসন ও পুর্নঙ্গীভুতকরণ ইত্যাদি বিষয়ে তথ্য ও সেবা প্রদান করা।

ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রধান কার্যাবলী

  • বিভিন্ন মন্ত্রনালয় ও বিভাগের মধ্যে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিচালিত কার্যক্রমের সমন্বয় সাধন করা।
  • নারী ও শিশুর প্রতি শারিরীক, মানসিক ও যৌন সহিংসতা প্রতিরোধে উচ্চ আদালতের বিভিন্ন রায় ও নির্দেশনা সমুহ বিষয়ে প্রচার প্রচারণা চালানো।
  • বাল্যবিবাহ ও যৌতুক নিরোধ কল্পে বিভিন্ন এডভোকেসী কার্যক্রমে অংশগ্রহণ করা।
  • সহিংসতার শিকার নারী ও শিশুদের সমস্যা সমূহ গুরুত্বসহকারে শোনা ও প্রয়োজনীয় পরামর্শ ও সাহায্য প্রদান করা।
  • সহিংসতার শিকার ভিকটিমদের মামলার নিয়মিত ফলোআপ রাখা।
  • সহিংসতার শিকার ভিকটিমদের মনস্তাত্বিক বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
  • জেলা ও উপজেলা পর্যায়ে সরকারী ও বেসরকারী সংস্থাসমূহের মধ্যে বিদ্যমান নারী ও শিশু বান্ধব সেবা সমূহের সমন্বয় সাধন করা।
  • সেলের কার্যক্রম বিষয়েঅংশীজনদের নিয়ে নিয়মিত সভা আহবান।
  • সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্কশপ, সেমিনার, সভা, প্রদর্শনী ইত্যাদি আহবান।
  • মেডিক্যাল কলেজ, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে অবস্থিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মধ্যে সমন্বয় সাধন করা।